ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামায়াতের তরুণ নেতাকর্মীদের দল ছাড়ার আহ্বান মাসঊদের

প্রকাশিত: ১০:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 জামায়াতের তরুণ নেতাকর্মীদের দল ছাড়ার আহ্বান  মাসঊদের

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের তরুণ নেতাকর্মীদের অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠন ছেড়ে আসার আহ্বান জানিয়েছেন শোলাকিয়ার খতিব ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বলেছেন, যার শরীরে এই বাংলাদেশের রক্ত। সে কীভাবে দেশ ও মুক্তিযুদ্ধবিরোধী একটি সংগঠনে থাকে? আপনারা ফিরে আসুন, সত্য ও সুন্দরের পথে। রবিবার এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এমন আহ্বান জানিয়ে আরও বলেছেন, একাত্তরে জামায়াতের যুদ্ধাপরাধ ও নৃশংস হত্যাকান্ডের বিষয়ে নিজেদের ভুল ভাঙ্গাকে একটি শুভ লক্ষণ। তবে কেবল একাত্তরের নৃশংসতা নয়, ধর্মীয় বিষয়ে জামায়াতের যে অপপ্রচার আছে, নবী রাসূলদের নিয়ে অপব্যাখ্যা আছে সবকিছুর বিরুদ্ধে মুখ খুলতে হবে। জামায়াতকে ধর্মীয় বিষয়েও জাতির কাছে ক্ষমা চেয়ে সুপথে আসতে হবে। সাহাবায়ে কেরাম ও নবী-রাসূলদের বিরুদ্ধে মওদুদী ও জামায়াতের লেখকরা সবচেয়ে বেশি সমালোচনা করেছেন।
×