ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লগার অভিজিত হত্যা মামলার তদন্ত ফের পেছাল

প্রকাশিত: ১০:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

  ব্লগার অভিজিত হত্যা মামলার তদন্ত ফের পেছাল

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিত রায় হত্যা মামলার তদন্ত ৪৫ বারের মতো পেছাল। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলামের প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। কিন্তু তিনি জমা না দেয়ায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ২৫ মার্চ নতুন দিন ধার্য করেন বলে জানান, শাহবাগ থানার (জিআর) শাখার কর্মকর্তা কনস্টেবল বাবুল। উল্লেখ্য, একুশে বইমেলা উপলক্ষে বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সস্ত্রীক দেশে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিত রায়। ওইদিন রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সামনে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিত। গুরুতর আহত হন বন্যা। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
×