ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটিতে জবানবন্দীর বিশ্লেষণ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১০:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 নর্দান ভার্সিটিতে জবানবন্দীর বিশ্লেষণ শীর্ষক সেমিনার

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন অনুষদের উদ্যোগে রবিবার ‘সত্য-মিথ্যা নির্ধারণে মানুষের জবানবন্দীর বৈজ্ঞানিক বিশ্লেষণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষদের ডিন অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদ সেমিনারে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যন অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করিম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশ বিশেষ শাখার ডিআইজি মোঃ তওফিক মাহবুব চৌধুরী। প্রবন্ধকার বলেন, ঘটনা অনুসন্ধান বা তদন্তকালে বেশিরভাগ লোকই সত্য কথা বলেন না বা বলতে চান না। অনেক সময় লোকে নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন। তবে সত্য উদ্ঘাটন করতে ‘জবানবন্দী বিশ্লেষণ’র মতো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করলে খুব সহজে সত্য বের করা সম্ভব। -বিজ্ঞপ্তি
×