ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায়ের ওপর আপীলের শুনানি শীঘ্রই’

প্রকাশিত: ১০:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 ‘জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায়ের ওপর আপীলের শুনানি শীঘ্রই’

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীলের শুনানি শীঘ্রই হবে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাজনৈতিক দল হিসেবে যে স্বীকৃতি ছিল সেটা বাতিল হয়ে গেছে হাইকোর্টে রায়ে। এ বিষয়ে আপীল বিভাগে মামলা বিচারাধীন। কাজেই প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন, বিচারাধীন মামলার বিষয়ে তো কোন নির্বাহী আদেশ দেয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করব, এটা তাড়াতাড়ি শুনানি করার জন্য। রবিবার তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত বৃহত্তর ও বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আদালত ওই রায়ের বিরুদ্ধে আপীল করার সনদ দেন। দলটির পক্ষ থেকে হাইকোর্টের ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপীলও করা হয়। জামায়াত প্রসঙ্গে এ্যাটর্নি জেনারেল বলেন, হিটলার তো নেই। কিন্তু হিটলারের ভাবাদর্শ নিয়ে যদি কোন রাজনীতি শুরু হয়, সেটাকি বুঝতে জার্মান পিপলদের অসুবিধা হবে? জামায়াতের ক্ষেত্রেও একইভাবে বলব, কেউ যদি জামায়াতি ভাব ধারায় রাজনীতি শুরু করতে চায়, সেটা কি সাধারণ জনগণ বুঝবে না? জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগের বিষয়ে এ্যাটর্নি জেনারেল বলেন, এটাতো আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেই দিয়েছেন।
×