ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসডিজি অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ॥ স্পীকার

প্রকাশিত: ১০:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 এসডিজি অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করে এসডিজি অর্জনে সক্ষমতার সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষি ও মৎস্যকে যথাযথ গুরুত্ব দেয়ায় দেশে কৃষি অর্থনীতি শক্তিশালী হচ্ছে। যা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী কর্মপরিকল্পনা ও দেশের কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে। রবিবার সংসদ ভবনস্থ কার্যালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইওয়াল্ড রেমেটসটেইনার-এর সঙ্গে সাক্ষাতকালে স্পীকার একথা বলেন। এ সময় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিমসন, সহকারী প্রতিনিধি নূর আহমেদ খন্দকার, ন্যাশনাল কনসালটেন্ট ফারাজি বিনতে ফেরদাউসসহ সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে ফাও-এর প্রতিনিধি তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। তিনি বলেন, কৃষিখাতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। ফাও খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি দূরীকরণে কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এছাড়াও খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ অন্যান্য মন্ত্রণালয় ও স্থায়ী কমিটির সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চায় সংস্থাটি। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা সংসদ সদস্যদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনে আগ্রহী বলে তিনি স্পীকারকে অবহিত করেন। এ সময় স্পীকার বলেন, বর্তমান সরকার দারিদ্র্য ও অপুষ্টি দূরীকরণে নানা কর্মসূচী গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মূলস্রোতে সকলকে অন্তর্ভুক্ত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
×