ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণের নামে তামাশা করছে

প্রকাশিত: ১০:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

  ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণের নামে তামাশা করছে

স্টাফ রিপোর্টার ॥ চলমান মাদকবিরোধী অভিযানকে তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের একজন একজন করে ধরা হচ্ছে। আবার পুলিশ অফিসার দিয়ে ঘটা করে ধরা হচ্ছে। এভাবে ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণের নামে তামাশা করছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন: প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন উপজেলা নির্বাচনের ভবিষ্যত স্পষ্টতই বোঝা যাচ্ছে। রিজভী বলেন, বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীদের অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী উপজেলা নির্বাচনে বিএনপির কোন নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্ত বরখেলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ড. মোশাররফ বলেন, পুলিশের কাছে আগেও তো লিস্ট ছিল। তাদের ধরে আবার এমনভাবে মামলা দেয়া হয় যাতে তার আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে পারে। কেন তা করা হচ্ছে? এর মূল কারণ একটাই তারা ক্ষমতাসীনের লোক। তাই আত্মসমর্পণের নামে তামাশা চলছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে বন্দী থাকা প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, এক বছরেরও বেশি সময় পার হয়ে গেল নানা অজুহাতে খালেদা জিয়াকে আটকে রাখা হচ্ছে। একজন নারী আরেকজন নারীর ওপর নির্যাতন করছে। এটাই দেশের ইতিহাসে প্রথম একজন প্রধানমন্ত্রী আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর ওপর নির্যাতন চালাচ্ছেন। একজন নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালে দেশে নারী, শিশু নির্যাতিত হচ্ছে। বিএনপিকেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করতে হবে উল্লেখ করে ড. মোশাররফ বলেন, আমাদের দলের অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠন চলছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি কাটিয়ে আমাদের দলকে গুছিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করতে হবে। তিনি বলেন, আজকে যে দিকেই তাকাবেন সকল দিকেই অবক্ষয়। দেশে একনায়কতন্ত্র চলছে, এক ব্যক্তির শাসন চলছে। যেহেতু দেশে গণতন্ত্র নেই, তাই সব কিছুতেই অবক্ষয় দেখা দিয়েছে। ড. মোশাররফ বলেন, বলেন, নারী নির্যাতন তীব্র আকার ধারণ করেছে। কেন এই অবক্ষয়? সামাজিক মূল্যবোধ তলানিতে গেছেই বলে আজকে আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। ড. মোশাররফ বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা যদি অনাচার বন্ধ করতে চাই তাহলে অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই খালেদা জিয়াকে বন্দী রেখে গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। উপজেলা নির্বাচনের ভবিষ্যত স্পষ্টতই বোঝা যাচ্ছে- রিজভী ॥ উপজেলা নির্বাচনের ভবিষ্যত স্পষ্টতই বোঝা যাচ্ছে মন্তব্য করে বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই নির্বাচনও যে আগের দিন রাতেই অনুষ্ঠিত হবে তাতে কোন সন্দেহ নেই। রবিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, উপজেলা নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করা হতাশাজনক।
×