ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারী হলো আরও চার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়

প্রকাশিত: ১৩:১২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

সরকারী হলো আরও চার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার ॥ সরকারী হলো আরও চারটি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়। রবিবার চারটি বিদ্যালয়কে সরকারী করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। স্কুলগুলো হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমার রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের রায়পুর মার্চেন্টস একাডেমি, চুয়াডাঙ্গার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দিনাজপুরের ঘোড়াঘাটের রাণীগঞ্জ দ্বিতীয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ সরকারী হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারী হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না। এর আগে গত ৪ ফেব্রুয়ারি একটি, গতবছরের ২৫ নবেম্বর তিনটি, ১৮ নবেম্বর চারটি, ১৫ নবেম্বর ১৬টি, ১২ নবেম্বর চারটি, ২৯ অক্টোবর চারটি, ১১ অক্টোবর ১৯টি, ৯ অক্টোবর ১৩টি, ২৮ সেপ্টেম্বর ২৫টি, ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৩ সেপ্টেম্বর ৪৪টি এবং ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সরকারী করা হয়। ২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, যেসব জেলা ও উপজেলায় সরকারী হাইস্কুল ও কলেজ নেই, সেসব জেলা ও উপজেলায় একটি করে হাইস্কুল ও একটি করে কলেজ সরকারী করা হবে। সেই আলোকেই গতকাল চারটি মাধ্যমিক বিদ্যালয় সরকারী করা হলো। সবমিলিয়ে সাম্প্রতিক সময়ে ১৮১টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সরকারী করা হলো।
×