ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফ্লাইওভার থেকে পড়ে যুবক, বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ১৩:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ফ্লাইওভার থেকে পড়ে যুবক, বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে পড়ে সাইফুর রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল ৩টার দিকে মগবাজার ন্যাশনাল ব্যাংকের কাছে বাংলামটরমুখী ফ্লাইওভারের ব্রিজের ওপর থেকে এক যুবক পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে সেখানে ডিউটিরত পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে প্রথমে হলি ফ্যামেলি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছু সময় চিকিৎসার পর ডাক্তারের পরামর্শে বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। রমনা থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, বিকেলে মগবাজার ন্যাশনাল ব্যাংকের কাছে বাংলামটরমুখী ফ্লাইওভারের ওপর থেকে ওই যুবক নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে ওই যুবক জানায়, তার নাম সাইফুর রহমান (২৭)। বাবা- বাবুল মিয়া। রংপুর জেলার পীরগঞ্জ থানার নিরাপাড়া গ্রামে তার বাড়ি। বিদ্যুতস্পৃষ্ট হয়ে গৃহকর্ত্রীর মৃত্যু ॥ পুরান ঢাকার জুরাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রুবিনা আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম আলতাফ হোসেন। গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলায়। তিনি ৩ সন্তানের জননী। জুরাইন মেডিক্যাল রোডের ৩৩৩/এ নম্বর টিনশেড বাসায় বসবাস করতেন। নিহতের স্বামী আলতাফ হোসেন জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসার সামনে জিআই তারের মধ্যে কাপড় শুকাতে দিচ্ছিলেন স্ত্রী রুবিনা। এ সময় জিআই তারটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্ত্রী রুবিনা নিচে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রুবিনার লাশ মর্গে রাখা হয়েছে।
×