ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ সেনা নিহত

প্রকাশিত: ২৩:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪  সেনা নিহত

অনলাইন ডেস্ক ॥ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েকদিনের মধ্যেই ফের জঙ্গিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক পদস্থ কর্মকর্তাসহ ৪ সেনাসদস্য নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন আরও এক বেসামরিক লোক। রবিবার গভীর রাতে কাশ্মীরের পুলওয়ামা জেলার পিংলান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। সন্ত্রাসীদের ‘জয়শ-ই-মোহাম্মদ’র সদস্য বলে মনে করছে স্থানীয় প্রশাসন। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, জয়শ-ই-মোহাম্মদের জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ এবং বিশেষায়িত বাহিনী সিআরপিএফ। তখন জঙ্গিরা যৌথ বাহিনীকে আক্রমণ করলে দু’পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এতে সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলের ওই চার সদস্য প্রাণ হারান। মারা যান বেসামরিক এক লোকও। আরও ২-৩ জন জঙ্গি সেখানে লুকিয়ে আছে ধারণা থেকে এলাকাটিতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে বড় ধরনের একটি বিস্ফোরণে দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন। পরে হামলা দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। ভারত এই হামলায় পাকিস্তানকে অভিযুক্ত করে প্রতিবাদ জানালে ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে উল্টো প্রতিবাদ জানায়।
×