ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

প্রকাশিত: ২৩:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

অনলাইন রিপোর্টার ॥ সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু আছাবুর বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু নিহত হয়েছে। রবিবার দিবাগত রাতে সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় বনদস্যু আছাবুর বাহিনী অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ড সোনাইমুখী খালে প্রবেশ করা মাত্রই সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা বনদস্যুরা গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে গভীর বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এসময় ৪টি অস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
×