ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ার সেনাছাউনিতে হামলা ॥ জঙ্গিসহ নিহত ৮

প্রকাশিত: ০১:০১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

নাইজেরিয়ার সেনাছাউনিতে হামলা ॥ জঙ্গিসহ নিহত ৮

অনলাইন ডেস্ক ॥ নাইজেরিয়ায় ফের বোকো হারাম জঙ্গিদের হামলায় শিকার হলো দেশটির সেনাবাহিনী। এই হামলায় নিহত হয়েছে জঙ্গিসহ ৮ জন সেনা। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ সেনা। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যায় নাইজেরিয়ার উত্তরপূর্বাংশের ইয়োব স্টেটের বুনি ইয়াডি শহরের সেনাশিবিরে হামলা চালায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। নাইজেরিয়া সেনার মুখপাত্র সাগির মুসা জানিয়েছেন, বন্দুকবোঝাই চারটি ট্রাক এবং অস্ত্রবোঝাই দুটি গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল বোকো হারাম জঙ্গিরা। গাড়িগুলির মধ্যে একটি ছিল মাইন প্রতিরোধক গাড়ি। সেনাশিবির গুঁড়িয়ে দেওয়াই জঙ্গিদের লক্ষ্য ছিল বলে তাদের। অতর্কিত হামলায় নিহত হন এক উচ্চপদস্থ সেনা অফিসারসহ দুইজন সেনা। তিনি আরও জানান, এই হামলায় আহত হয়েছেন আরও পাঁচ সেনা। তাদের হাসপাতালে ভর্তি। তবে আহত সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে সেনাবাহিনী গুলি চালালে নিহত হয় পাঁচ জঙ্গি। জঙ্গিদের অস্ত্রশস্ত্র এবং একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।
×