ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা উদ্ধারে মোহাম্মদপুরের বসিলায় উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৩:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

বুড়িগঙ্গা উদ্ধারে মোহাম্মদপুরের বসিলায় উচ্ছেদ অভিযান

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সোমবার সকাল ৯টার দিকে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ)। বসিলা ব্রিজ এলাকায় ওই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা। নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গত সপ্তাহে সংসদে বলেছেন, নদীতীরে অবৈধ দখল উচ্ছেদ ঠেকাতে কারও প্রভাবই খাটবে না। বিআইডব্লিউটিএ যে অভিযান শুরু করেছে, তা অব্যাহত থাকবে। এর আগে বিআইডব্লিউটিএ তিন দফায় ৯ দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের প্রায় ১৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ এবং নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।
×