ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জবিতে ফের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ০৪:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

জবিতে ফের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফের আধিপত্য বিস্তার নিয়ে সদ্য স্থগিত ছাত্রলীগের কমিটির সঙ্গে বিদ্রোহী গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষ সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে। এখন এক গ্রুপ ক্যাম্পাসের ভাষ্কর্য চত্ত্বরে অবস্থান করছে। অন্য গ্রুপ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীন পরিস্থিতি নিয়ন্ত্রনে সহকারি প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। এদিকে ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সচল রাখতে এবং তাদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঝুকি এড়াতে অবকাশ ভবনে ছাত্রলীগ কর্মীদের বসার রুমটি সিলগালা করেছে প্রশাসন। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রেমের জের ধরে ছাত্রলীগের কয়েকজন কর্মীর মধ্যে মারামারির ঘটনায় জবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে গ্রুপে গ্রুপে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এতে ওই দিন তিন তারিখে জবি শাখা ছাত্রলীগের কমিটি স্থিগিত করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। এরপর ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে অবস্থান নেয় ভিন্ন একটি গ্রুপ। এতে সদ্য স্থগিত কমিটির দুই গ্রুপ এবং নতুন উদ্ভব এই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে আধিপত্য বিস্তার করতে চায়। এতে উত্তেজনা আরো বাড়ে। এর জেরে ফের এই দুই গ্রুপের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। বর্তমান দফায় দফায় চলছে সংঘর্ষ। সোমবার সকাল থেকে জবি শাখা ছাত্রলীগের সভাপতি (স্থগিত) তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক (স্থগিত) জয়নাল আবেদিন রাসেলের নেতা কর্মীরা ক্যাম্পাসে লাঠি-সোটা, ইটপাটকেল, রড, হাতুড়ি নিয়ে অবস্থান নেয় যাতে করে নতুন কমিটির পদ প্রত্যাশীরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। পরে ছাত্রলীগের ওই গ্রুপের নেতা কর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেওয়ার চেষ্টা করছে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালযের সহকারি প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমারা সাধারণ ছাত্রছাত্রীদের নিরপত্তা ও ক্যাম্পাসে অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে এ জন্য আমরা কঠর অবস্থানে আছি। এবং পুলিশ সহ প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
×