ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচক কমেছে অর্ধশত পয়েন্ট

প্রকাশিত: ০৫:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

শেয়ারবাজারে সূচক কমেছে অর্ধশত পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার বড় দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক অর্ধশত পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক একশত পয়েন্টের উপর কমেছে। তবে এদিন উভয় শেয়ারবাজারে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। দিনটিতে উভয় শেয়ারবাজারে সাবমেরিন ক্যাবল ও ইউনাইটেড পাওয়ারের লেনদেন বেশি হয়েছে। তবে সূচকের পতনে বড় ভূমিকা রেখেছে বীমা ও ব্যাংকের শেয়ার দর। একইসঙ্গে রেকর্ড ডেটের পর গ্রামীন ফোনের শেয়ারদরও কমেছে যা, পতনে বেশি প্রভাব ফেলেছে। জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৪ ও ১৯৮৭ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। ডিএসইতে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২৫ কোটি টাকার। অর্থাৎ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১৬৬ কোটি টাকা বেড়েছে। এদিকে ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির বা ২০ শতাংশের, কমেছে ২৪২টির বা ৭০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৫৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ফরচুন সুজ এবং ৪০ কোটি ২৫ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে বাংলাদেশ সাবমেরিন কেবল। টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে - পেনিনসুলা, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মার, গ্রামীণফোন, সুহৃদ এবং এমএল ডাইং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। আর ৩৪ কোটি ৪৫ লাখ লেনদেন হয়েছে।
×