ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাশিয়া থেকে ৫০ হাজার মেট্রিকটন গম কেনা হবে

প্রকাশিত: ০৭:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

রাশিয়া থেকে ৫০ হাজার মেট্রিকটন গম কেনা হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাশিয়া থেকে ৫০ হাজার মেট্রিকটন গমসহ এক হাজার ৭৪২ কোটি টাকা ব্যয়ে মোট আটটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। নতুন ব্যাংকের অনুমোদন প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণ রয়েছে। তিনি বলেন, সংখ্যা বিবেচনায় না নিয়ে ব্যাংকিংখাত নিয়মকানুনের মধ্যে থেকে গ্রাহক সেবা নিশ্চিত করতে পারছে না কি না, সেটাই মুখ্য বিষয় উচিত। ব্যাংকিংখাতে বড় সমস্যা খেলাপি ঋণ। এই ঋণ কমিয়ে আনার লক্ষ্যে একটি বিশেষ অডিট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেয়ার আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর পরই অর্থমন্ত্রীর সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সরকার রাশিয়া থেকে ৫০ হাজার মে.টন গম ক্রয় করবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে চলতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য এ সব গম কিনতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৮৭ লাখ টাকা। সিঙ্গাপুর ভিত্তিক এগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে এসব গম কেনা হবে। সভা শেষে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভার বৈঠকে ৮টি ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়। তিনি জানান, সাসেক সড়ক সংযোগ প্রকল্প ২ এর আওতায় এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চারলেন উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭৬৯ কোটি ৩৯ লাখ টাকা। বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক বাস্তবায়িত হবে এই প্রকল্প। একই প্রকল্পের আওতায় টাঙ্গাইল হতে এলেঙ্গার ১০ কিলোমিটার রাস্তা দুই লেন থেকে ৪ লেনে উন্নীতকরণের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন পেয়েছে। আগে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩৫৩ কোটি ৬০ লাখ টাকা। ১১৭ কোটি টাকা ব্যয় বাড়িয়ে ৪৭০ কোটি ৭৫ লাখ টাকা করা হয়েছে। নাসিমা বেগম বলেন, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব রয়েছে। সরকার দেশীয় কোম্পানী মেসার্স পোটন ট্রেডাসের মাধ্যমে ৫০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সভায় ৭০ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার মেট্রিকটন ব্যাগন গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা হবে। একই সঙ্গে হারবারিয়া মংলা বন্দরের মাধ্যমে ৭০ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে ২৫ হাজার মেট্রিক টন ব্যাগন প্রিল্ড ইউরিয়া সার ক্রয় করা হবে। সভায় অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার-২ প্রকল্প হতে ১৮ হাজার ১৩০টি সরকারি অফিসের লিজড লাইন নেটওয়ার্ক সার্ভিস, ইন্টারনেট ও ব্যাকবোন নেটওয়ার্ক সার্ভিস ক্রয় প্রস্তাব অনুমোদন। এতে মোট ব্যয় হবে ৯৩ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। তিনটি এনটিটিএন প্রতিষ্ঠান ১৭ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর ২০১৯ এর মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনি অভ্যন্তরে সরকারি কর্মকর্তাদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় দুইটি ২০ তলা ভবনে ১৫২টি ফ্লাট নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১৯৫ কোটি ৮৭ লাখ টাকা। কাজটি পেয়েছে জিকেবি কোম্পানী প্রাইভেট লিমিটেড।
×