ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় নদীর মাটি যাচ্ছে ইট ভাটায়

প্রকাশিত: ০৭:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ভাঙ্গুড়ায় নদীর মাটি যাচ্ছে ইট ভাটায়

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ পাবনার ভাঙ্গুড়ায গুমানি নদীর পাড় কেটে ইট ভাটায় মাটি বিক্রয়ের মহাউৎসবে মেতে উটেছে স্থানীয় প্রভাবশালী নেতা ও বিভিন্ন ইটভাটার মালিকরা। ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া এলাকা থেকে দীর্ঘ দিন প্রকাশ্যে নদীর পাড় কেটে মাটি বিক্রয় করছে ইটভাটায়। অভিযোগ উঠেছে, এই মাটি পার্শ্ববর্তী ইটভাটাতে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এলাকার একাধিক প্রভাবশালী চক্র। এতে নদীর মাটি সহজলভ্য হওয়ায় ক্রেতারাও বেশি পরিমাণে মাটি ক্রয় করে সংরক্ষণ করছেন। এতে বষার্ মৌসুমে নদীর তীরের ফসলী জমি নদী গর্ভে বিলিন হওয়ার আশংকা করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন নদী পাড়ের স্থানীয় বাসিন্দারা। গত রবিবার অষ্টমনিষা ইউনিয়নে ঝবঝবিয়া, সেনগ্রাম ও শাহানগর এলাাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় এক একটি স্থানে একাধিক এস্কেভেটার(ভেকু) দিয়ে চলছে নদীর তীরসংল্গ চরের মাটি কাটা। মাটি কাটার ম্যানেজার মিঠুন ও ভেকুর পরিচালকের সাথে কথা বলে জানা যায় নদীর মাটি পার্শ্ববর্তী অষ্টমনিষার কল্লোল,আয়নাল শাহ,হানিফ বাবলু,শহিদুজ্জামান ও একরামের ভাটায় মাটি বিক্রি হচ্ছে। একাজে নিয়োজিত রয়েছে একেকটি স্থানে ৬/৭ টি মাটি বহকারী ডাম্প ট্রাক। নদীর পাড় কেটে রাস্তা তৈরি করে সেই মাটি বহনকারি গাড়ি চলছে অবিরাম ইটের ভাটায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শাহানগর এলাকার বড়াল নদীতে মাটি কাটার কাজ চলছে অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের সভাপতি মজির ও সহ-সভাপতি আলাউদ্দীনের তত্ত্বাবাধনে। সেনগ্রাম এলাকার বড়াল ও গুমানী নদীর তীরমোহনায় চলছে অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও সদ্য বিএনপি নেতা আওয়ামীলীগে যোগদানকারি জাকির মেম্বরের তত্ত্বাধানে নদীর চর কেটে উজার করে ফেলছে । নদীর মাটি বিক্রির বিষয়টি স্বীকার করে অষ্টমণিষা ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা আহসান হাবিব জানান, ‘এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে নদীর ঐসব এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। অষ্টমণিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নুল হক , ইউনিয়নের একাধিক স্থানে এস্কেভেটার দিয়ে নদীর তীরের মাটি কাটা হচ্ছে বলে স্বীকার করেছেন রবিবার উপজেলা নির্বহি কর্মকতা মোঃ মাছুদুর রহমান অভিযান পরিচালনার করেন। এ খবর টের পেয়ে মাটিকাটার কাজে নিয়োজিত সবাই পালিয়ে যায়। সেখানে গিয়ে মাটি কাটা মেশিন এস্কেভেটার(ভেকু) ও ট্রাক ছাড়া কিছুই পাওয়া যায় নাই।
×