ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশসহ কারাগারে ৩২

প্রকাশিত: ০৮:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশসহ কারাগারে ৩২

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও এক গ্রাম পুলিশসহ ৩২ জনকে নাশকতা মামলায় জামিন না মঞ্জুর করে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলামের আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শাহীন মিয়া, আবুল কালাম আজাদ, আব্দুল মোন্নাফ আলমগীর, নবী মিয়া, শফি মিয়া, হাবিবুর রহমান, মশিউর রহমান, লাল বাবু, রাসেল মিয়া, হামিদ মিয়া, শফিকুল ইসলাম, শাহ আলম, মফিজ উদ্দিন, দেলোয়ার তহশিলদার, খোকা মিয়া, বাবু মিয়া, মিজানুর রহমান, আতোয়ার রহমান, মিঠু মিয়া, মোহাম্মদ আলী মন্ডল, দুদু মিয়া, সাদ্দাম মিয়া, সোহরাব আকন্দ, রব্বানী ওরফে রাব্বি মিয়া, আব্দুর রাজ্জাক, খায়রুল মিয়া, জুলফিকার মন্ডল ওরফে সাবু, হালিম মিয়া, জাহিদুল ইসলাম, আব্দুর রউফ ও শফিউর মিয়া। তাদের সকলের বাড়ি ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রামচন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান ওরফে আল আমিন বাদি হয়ে গত ২৬ ডিসেম্বর সদর থানায় নাশকতার ওই মামলা করেন। এতে চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, একজন গ্রাম পুলিশসহ ৩২ জনকে আসামি করা হয়। সোমবার দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
×