ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে আধুনিক গ্রন্থাগার স্থাপনের দাবি ছাত্রলীগের

প্রকাশিত: ০৯:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ঢাবিতে আধুনিক গ্রন্থাগার স্থাপনের দাবি ছাত্রলীগের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারকে ৪৩ হাজার শিক্ষার্থীর চাহিদা পূরণে সক্ষম আধুনিক, যুগোপযোগী, মানসম্মত ও ডিজিটাল লাইব্রেরি কমপ্লেক্সে রুপান্তরের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৈীধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ঢাবির বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৈীধুরী শোভন হল ও কেন্দ্রীয় গ্রন্থগারে আসন সংখ্যা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে আহ্বান করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বললেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশে পড়াশোনার যে পরিবেশ দরকার তা প্রথম বর্ষ থেকেই পায় না। সকালে ঘুম থেকে উঠেই আমাদেরকে লাইব্রেরিতে পড়ার জন্য লাইন ধরতে হয়। গোলাম রাব্বানী বলেন, লাইব্রেরিতে বসে পড়ার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। অনতিবিলম্বে আধুনিক ও ডিজিটাল লাইব্রেরি তৈরির মাধ্যমে এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সনজিত চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিকে শিক্ষার্থীর মেধা ও জ্ঞান চর্চার একটি কারখানা বলা যায়। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে সেটি অনেক অপ্রতুল। কোনো রকম অটোমেশনের ব্যবস্থা নেই। ডিজিটাল বাংলাদেশের প্রথম ডিজিটাল লাইব্রেরি হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি। সাদ্দাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছাত্রের অনুপাতে আসন সংখ্যা থাকা প্রয়োজন। কিন্তু ৪৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে ঢাবিতে আসন সংখ্যা মাত্র ৬৬০টি। শিক্ষার্থীর অনুপাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি আধুনিকায়ন করতে হবে।
×