ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১তম বিশ্বকাপ ক্রিকেটের আর বাকী ১০০ দিন

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

১১তম বিশ্বকাপ ক্রিকেটের আর বাকী ১০০ দিন

অনলাইন ডেস্ক ॥ ১১তম বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠতে বাকি আর মাত্র ৯৯ দিন। অর্থাৎ ১০০ দিনের মাথায় শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর। চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে পর্দা নামবে জুলাই মাসের ১৪ তারিখে ফাইনালের মধ্য দিয়ে। দীর্ঘ ৪৪ দিনের এই মহাযজ্ঞে ১১টি ভেন্যুতে হবে ৪৮ টি ম্যাচ। ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া এই আসরে খেলবে মোট ১০টি দল। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে ৮টি দল ওয়ানডে র্যাংকিংয়ে আটের ভেতর ছিল তারাই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। এছাড়া বাকি দুই দল এসেছে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে খেলে। ১০টি দেশের অংশগ্রহণে হওয়া বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯২ সালের পর ২০১৯ সালের বিশ্বকাপ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এই নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্রত্যেক দলের মুখোমুখি হবে একবার করে। লিগ পর্ব শেষে দুটি সেমি-ফাইনাল এরপর ফাইনাল। অংশ নেয়া দলগুলো: ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। মূল পর্ব শুরুর আগে দশ দলকে নিয়ে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। ২৪ মে থেকে চলবে ২৮ মে পর্যন্ত। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রস্তুতি পর্বে
×