ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকার ২৭ এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত: ১০:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকার ২৭ এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ২৭ এলাকায় ১২ ঘণ্টা গ্যাস না থাকার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। গ্রাহকদের অগ্রিম ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়ে তিতাত গ্যাস বিতরণ কোম্পানির পক্ষ থেকে সোমবার এক সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস পাবেন না আবাসিক, সিএনজি, শিল্প এবং বাণিজ্যিক গ্রাহকরা। যেসকল এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হচ্ছে- মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রীনরোড, পুরান ঢাকার পুরো এলাকা, মিন্টো রোড, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবনসহ আশপাশের এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মনিপুরী পাড়া, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও, বাসাবোসহ আশপাশের এলাকা। মেট্রোরেলের জন্য পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাসের ভাল্ব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। কাওরান বাজারে তিতাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক (অপারেশন) প্রকৌশলী মোঃ কামরুজ্জামান খান গ্যাস না থাকার কথা জানান। এসময় মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আব্দুল ওয়াহাব তালুকদার, পাইপলাইন বিভাগের ডিজিএম প্রকৌশলী সামিউল হক খানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস বর্তমানে যে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন আছে তা স্থানান্তর করে নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে। যার দুই প্রান্ত বিদ্যমান লাইনের সঙ্গে সংযোগ দেয়া বা টাই ইন করা প্রয়োজন। একই সঙ্গে ধানম-ি, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্যাস ভাল্ব প্রতিস্থাপন এবং খিলগাঁও এলাকায় ১২ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট পাইপলাইন লিকেজ মেরামত করার জন্য সরবরাহ বন্ধ করা হবে।
×