ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচন- বামপন্থী ছাত্র সংগঠনের ঘেরাও কর্মসূচী

প্রকাশিত: ১১:০০, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ডাকসু নির্বাচন- বামপন্থী ছাত্র সংগঠনের ঘেরাও কর্মসূচী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ ছয় দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। সোমবার বেলা পৌনে ১টার দিকে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের অন্তর্ভুক্ত বামপন্থী সংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। এর আগে সাড়ে ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে প্রদর্শন করে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ছয় দফা দাবিগুলো হলো ॥ যারা ডাকসুর ফি দেয় তাদের সবাইকে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ দেয়া, শ্রেণীকক্ষে প্রচারের সুযোগ দেয়া, হলে সন্ত্রাস বন্ধ করা, বৈধ ছাত্রদের মেধার ভিত্তিতে সিট বণ্টন, ডাকসুর সাবেক নেতাদেরও প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেয়ার সুযোগ দিতে হবে। প্রগতিশলীল ছাত্র জোটের সমন্বয়ক ইকবাল কবীর দাবি করেন অধিকাংশ ছাত্র সংগঠনের প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে কেবল ছাত্রলীগের সুবিধামতো হলে ভোটকেন্দ্র রেখেছে প্রশাসন। তিনি বলেন, অন্য ছাত্র সংগঠনের কোন দাবি না মেনে কেবল ছাত্রলীগ যা যা বলছে, তারা তাই তাই করেছে। ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানি শুভ বলেন, ডাকসু নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে এটা বিশ্বাস করতে চাই। আর প্রশাসন যদি বিশ্বাস করাতে ব্যর্থ হয়, তাহলে এ আন্দোলন প্রশাসন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যাবে। আমাদের যৌক্তিক দাবি মানা হোক। উপাচার্য কার্যালয় ঘেরাও এর বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সাংবাদিকদের বলেন, আমরা মনে করি এটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সামান্য ঘাটতিও যদি থাকে, তবু এর শুভসূচনা হোক। পরবর্তীতে নির্বাচিতরা এর সংস্কার করতে পারবে। তিনি আরও বলেন, আমরা শিক্ষকরা নির্বাচন পরিচালনা করব। তাহলে এ ধরনের প্রশ্ন শুনলে আমার কাছে মনে হয় শিক্ষকদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটি আমাদের জন্য শুভ হবে না। আপাতত মনোনয়নপত্র নিচ্ছে না ছাত্রদল ॥ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় থাকলেও তারা নিচ্ছেন না। তাদের দাবিগুলো আদায়ে অপেক্ষা করবেন। ডাকসু নির্বাচনের প্রতিটি ধাপের শেষ পর্যন্ত আমরা ইতিবাচক থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদলের দাবিগুলো মেনে নেবে বলে প্রত্যাশা করেন এই নেতা। সোমবার চতুর্থদিনের মতো মধুর ক্যান্টিনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আকরামুল হাসান। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আজ থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোয়নপত্র সংগ্রহ করা যাবে। ভোট অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। অর্থবহ সহবস্থানের দাবিতে শুরু থেকেই ডাকসু নির্বাচন তিন মাস পেছানোর দাবি জানিয়ে আসছিল ছাত্রদল। প্যানেল ঘোষণা জাসদ ছাত্রলীগের ॥ ক্যাম্পাস এবং হলে সহাবস্থান নিশ্চিত করতে ডাকসু নির্বাচন নির্ধারিত তারিখ থেকে ১৫ দিন পেছানোর দাবি জানিয়ে প্যানেল ঘোষণা করেছে জাসদ ছাত্রলীগ একাংশ। সোমবার মধুর ক্যান্টিনের সামনে তারা প্যানেল ঘোষণা করে। জাসদ ছাত্রলীগের সভাপতি শাহজাহান আলী সাজু সংবাদ সম্মেলনে বলেন, মধুর ক্যান্টিনের মতো ক্যাম্পাসে ও হলগুলোতে সহাবস্থান নিশ্চিত করতে নির্বাচন কমপক্ষে ১৫ দিন পিছিয়ে দেয়া হোক। ২৫ সদস্যের প্যানেলে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহফুজুর রহমান রাহাতকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিজয়কে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী করা হয়েছে। প্যানেলের অন্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ॥ নাঈম হাসান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক শিরিন আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তন্ময় কুমার কুন্ডু, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ফজুুলে এলাহী জিসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত রাহী, সাহিত্য সম্পাদক আদনান হোসেন অনিক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রোমান, ক্রীড়া সম্পাদক মাহবুবর রহমান হাবিব, ছাত্র পরিবহন সম্পাদক এহসানুল হক হিমেল, সমাজসেবা সম্পাদক আল আমিন সিকদার। সদস্য হিসেবে থাকছে সাদেকুর রহমান সাগর, মশিউর রহমান জারিফ, মোহন উচ্ছাস, আশরাফুল আলম ফাহিম, নাবিদ নেওয়াজ, শফিক আরেফিন, আরাফাত আহমেদ নাইম, রিফাত বিন মোক্তাসিম আহমেদ, তৌফিক আহমেদ, শাকিব ওয়ালিদ তৌহিদ, রাহাত আরা রুমি, মেহেদী হাসান, এস এস সামিউল বাশার সিদ্দিকী পার্থ। ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র জোটের আত্মপ্রকাশ ॥ সোমবার দুপুরে টিএসসির ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ হয়। জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অরণি সেমন্তি খান। তিনি বলেন, আমরা শুনেছি, হল ও বিভাগগুলোতে নির্দলীয় সাধারণ ছাত্র বিভিন্ন পদে ডাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের পরিকল্পনা করছে। অধিকাংশ ক্ষেত্রে এই খবর তারা যৌক্তিক কারণে গোপন রাখার চেষ্টা করছে। ডাকসু নির্বাচনে আমরা সাধারণ শিক্ষার্থীরা ‘স্বতন্ত্র জোট’ হিসেবে আত্মপ্রকাশ করছি এবং একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তাদের আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য এই জোটের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা টিএসসিতে ‘চায়ের কাপে ডাকসু’ নামে একটি কর্মসূচী পরিচালানা করে। এর মাধ্যমে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ঘোষণা দেয়।
×