ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে ফখরুল ইমামকে এক হাত নিলেন শাজাহান খান

প্রকাশিত: ১১:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সংসদে ফখরুল ইমামকে এক হাত নিলেন শাজাহান খান

সংসদ রিপোর্টার ॥ ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে জাতীয় সংসদে তাঁকে নিয়ে প্রশ্ন উত্থাপনকারী জাতীয় পার্টির ফখরুল ইমামকে একহাত নিলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খান। তিনি ফখরুল ইমামের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন, তিনি (ফখরুল ইমাম) মাদক ব্যবসা আর সড়ক দুর্ঘটনাকে এক কাতারে দাঁড় করিয়ে আমার সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি ফখরুল ইমামকে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং স্পীকারকে ওই বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ফখরুল ইমামের একটি সম্পূরক প্রশ্ন নিয়ে সংসদে অনির্ধারিত বিতর্ক হয়। ফখরুল ইমাম প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘বদিকে (সাবেক এমপি আবদুর রহমান বদি) দিয়ে মাদক নিয়ন্ত্রণ, শাজাহান খানকে দিয়ে সড়কে শৃঙ্খলা। গতবার শাজাহান খানের এক হাসি নিয়ে কত কিছু ঘটল। সেই শাজাহান খানকে প্রধান করে গঠিত কমিটি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কতটা সক্ষম হবে?’ তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শাজাহান খান কার্যপ্রণালী বিধির ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দিতে ফ্লোর নিয়ে বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই দুর্ঘটনার জন্য শুধু চালক দায়ী, এটা ঠিক না। তারপরেও আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা কিছু কার্যকর ব্যবস্থা নেব, আশা করি দুর্ঘটনার হার আরও কমবে। আমি দায়-দায়িত্ব নিয়েই কথা বলছি। শাজাহান খান বলেন, ২০০৯ সালে যখন আমাকে নৌপরিবহনমন্ত্রী করা হয়, তখন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি অধ্যাপক মোজাফফর আহমেদ আমার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন ‘যার হাতে সড়ক পরিবহন জিম্মি তাকেই দায়িত্ব দেয়া হয়েছে নৌপরিবহনের।’ চার বছর পর তাঁর সঙ্গে এক টক শোতে দেখা হয়, তখন তাঁকে বলেছিলাম আপনার কি ভুল ভেঙ্গেছে? নৌপরিবহন মন্ত্রণালয় আগের সেই পরিবেশ পরিস্থিতিতে নেই। দুর্ঘটনা কমে এসেছে, গত সাড়ে ৪ বছরে একটা লঞ্চ ডুবিও হয় নাই। আর আগে প্রতিবছর একটা দুই লঞ্চ দুর্ঘটনা হতোই, কিন্তু সাড়ে ৪ বছরে একটিও হয়নি। অধ্যাপক মোজাফফর আহমেদ সেদিন এই কথার উত্তর দেননি। আমি মনে করি ফখরুল ইমামকে আবার একদিন এখানে দাঁড়িয়ে বলতে হবে তাঁর মন্তব্য কতবড় ভুল, ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল। সৌদি আরবের সঙ্গে চুক্তির সমালোচনায় বাদল ॥ সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সমঝোতা চুক্তির সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল শরিক বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল। সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করছি কিনা এটা খতিয়ে দেখতে হবে। ভবিষ্যতে কেউ না কেউ এই নিয়ে প্রশ্ন তুলতে পারে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ফ্লোর নিয়ে তিনি আরও বলেন, আমার চোখে পড়ছে আমরা সংবিধান ভঙ্গ করছি কিনা। সেটা যদি হয় তবে ভবিষ্যতে কেউ না কেউ এটা নিয়ে প্রশ্ন করবে। আমরা ইতোমধ্যেই রোহিঙ্গাদের নিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আবার সৌদি আরবের সঙ্গে এ ধরনের চুক্তিতে যাওয়া কি ঠিক হচ্ছে? এটা তো হুতি ও সৌদি আরবের সমস্যা, ইরান ও সৌদি আরবের সমস্যা। সেখানে আমরা কেন যাব? আমাদের সেনা সদস্যরা কেন মাইন অপসারণ করতে গিয়ে জীবন দেবে? এ ধরনের সংঘর্ষে যুক্ত হওয়া মহাবিপদ। সংবিধানের ২৫ অনুচ্ছেদে উল্লেখ করে বাদল বলেন, জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া পৃথিবীর আর কোন সামরিক কনটেন্টে আমরা যুক্ত হব না। প্রধানমন্ত্রী বলেছেন মুসলিম উম্মাহর কথা বিবেচনা করে পবিত্র মক্কা-মদীনার নিরাপত্তায় এই চুক্তি। সৌদি আরব বছরে আমাদেরকে ৫০০ কোটি টাকা দেবে। শুধু এই কয়টা টাকার লোভে আমাদের এই ধরনের কনটেন্টে যুক্ত হওয়া কতটা যৌক্তিক? বাংলাদেশের নিজস্ব স্বতন্ত্র অবস্থান বজায় রাখা উচিত। সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াদি ও পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে স্পীকারকে উদ্দেশ্য করে জাসদের এ নেতা বলেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আপনি ৬৮ ধারায় একটা সময় দিন। এসব বিষয় নিয়ে সংসদে কথা বলা উচিত। আমরা সংবিধান লঙ্ঘন করছি কি না, সেটা আপনিও ভাববেন। এর জন্য আমি একটি নোটিস দেব। মইন উদ্দীন খান বাদলের বক্তব্যের পর স্পীকার তাকে উদ্দেশ্য করে বলেন, নোটিস দিতে চাচ্ছেন, আপনি নোটিস দেন পরে দেখব। পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিলে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বাদলকে উদ্দেশ্য করে স্পীকার বলেন, ‘মাননীয় সদস্য আপনি কি বসে বলবেন?’ জবাবে বাদল বলেন, ‘প্রধানমন্ত্রী তো আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে বলেছেন। সেজন্য নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি।’ পরে দাঁড়িয়েই বক্তব্য রাখেন বাদল। একটি বিল উত্থাপন ॥ চিটাগং হিল ট্র্যাক্টস (ল্যান্ড এ্যাকুইজিশন) রেগুলেশন, ১৯৫৮-এর অধিকতর সংশোধনকল্পে ‘চিটাগং হিল ট্র্যাক্টস (ল্যান্ড এ্যাকুইজিশন) রেগুলেশন (সংশোধন) এ্যাক্ট, ২০১৯’ সোমবার সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পরীক্ষা করে ৬ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
×