ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাণিসম্পদ অধিদফতর কর্মকর্তার কাছে অবৈধভাবে থাকা জীপ উদ্ধার করল দুদক

প্রকাশিত: ১১:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

প্রাণিসম্পদ অধিদফতর কর্মকর্তার কাছে অবৈধভাবে থাকা জীপ উদ্ধার করল দুদক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের হাঁস প্রজনন প্রকল্পের পরিচালক ও সংস্থাটির সহকারী পরিচালক ডাঃ মাহবুবুল হকের কাছে অবৈধভাবে থাকা একটি প্রাডো জীপ গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উক্ত কর্মকর্তা প্রকল্পের মেয়াদ শেষ হলেও সম্পূর্ণ অবৈধভাবে গত ৮ মাস সরকারী গাড়িটি ব্যবহার করে আসছিলেন। সোমবার দুদক হটলাইন ১০৬ এ অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে প্রাণিসম্পদ অধিদফতর দুপুর ১২টায় সাদা রঙের প্রাডো জীপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৩৫৫৮) দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে। এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সম্পদের এ অবৈধ ব্যবহার ক্ষমতার অপব্যবহারের শামিল, যা প্রাতিষ্ঠানিক সুশাসনের পরিপন্থী। দুদক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
×