ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকারী হাসপাতালের ওষুধ বাজারে বিক্রি ॥ দু’জনের কারাদণ্ড

প্রকাশিত: ১১:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সরকারী হাসপাতালের ওষুধ বাজারে বিক্রি ॥ দু’জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ সরকারী হাসপাতালের ওষুধ বাজারে বিক্রির অভিযোগে একটি অবৈধ গোডাউনে অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানার কলেজ গেটসংলগ্ন অনুরাগ সুপারশপের পেছনে একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় কোটি টাকার ওষুধ ও সার্জিক্যাল ইকুইপমেন্ট জব্দ করা হয়। এ অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে মাহমুদ নামের একজনকে ২ বছর ও রফিকুল আলমকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। র‌্যাব-২ এর সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
×