ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিএসসিতে গার্ডিয়ান লাইফ ভালবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ১১:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

টিএসসিতে গার্ডিয়ান লাইফ ভালবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব

মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে আরও শুদ্ধভাবে বিকশিত ও গতিশীল করার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সামাজিক- সাংস্কৃতিক সংগঠনসমূহ সম্মিলিতভাবে আয়োজন করেছে ‘গার্ডিয়ান লাইফ ভালবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব ২০১৯’। ১৬-২৮ ফেব্রুয়ারিব্যাপী স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এ উৎসবে টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের পরিবেশনায় থাকছে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, স্থিরচিত্র প্রদর্শনী, ভাষাভিত্তিক রচনা প্রতিযোগিতা, ভাষা সাইকেল র‌্যালি বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর। -বিজ্ঞপ্তি
×