ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

প্রকাশিত: ১১:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠুভাবে ব্যবসার কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী নেতারা। সোমবার চট্টগ্রাম অঞ্চলের ৮টি চেম্বারের আলোচনা সভায় ব্যবসায়ী নেতারা বলেছেন, চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাময় এক অঞ্চল। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্প উন্নয়ন করতে হবে। এছাড়াও নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা এবং পার্বত্য জেলাগুলোর অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আলোচনা অনুষ্ঠানের সভাপতি এফবিসিআই এর সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে দেশের বেসরকারী খাত কাজ করে যাচ্ছে। সরকারের ভিশন ২০৪১ অনুসরণে এফবিসিআইয়ের ভিশন ২০৪১ এর জন্য বাণিজ্য ও অর্থনৈতিক নানা বিষয়ে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে এফবিসিআই ইনস্টিটিউট ফর ইকনোমিক পলিসি প্ল্যানিং এ্যান্ড ডিজাইন প্রতিষ্ঠা করা হচ্ছে। পূর্বাচলে সরকারের দেয়া ১ একর জমির ওপর এফবিসিসিআই আইকন ভবন নির্মাণ করা এবং সেখান থেকে আগামী দিনে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃত্ব দেয়া হবে বলে জানিয়েছেন সহ-সভাপতি। খাগড়াছড়ি চেম্বারের সভাপতি কংজয়ী চৌধুরী বলেছেন, পার্বত্য অঞ্চলের সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এই অঞ্চলের প্রান্তিক চাষীদের দিকে সুনজর দেয়ার মাধ্যমে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের প্রসার ঘটানো যাবে বলে জানিয়েছেন তিনি। কক্সবাজার চেম্বারের সভাপতি মোর্শেদ চৌধুরী বলেছেন, সরকার পর্যটন খাতকে উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে, কিন্তু এই কাজ আরও জোড়ালো হওয়া উচিত। এই অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে ভর্তুকি দেয়া প্রয়োজন। এই অঞ্চলের ব্লু-ইকোনমিকে সম্প্রসারিত করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। আলোচনা সভায় বক্তারা বেসরকারী খাতকে শক্তিশালী করতে ব্যাংকগুলোকে আহ্বান জানিয়ে বলেছেন, আপনাদের সঠিক সহযোগিতা পেলে দেশের ব্যবসা-বাণিজ্য আরও প্রসারিত হবে। তাই ব্যাংকগুলোর সহযোগিতা খুবই প্রয়োজন। দেশের এসএমই খাতকে ব্যাংকের বিশেষ নজর দেয়া প্রয়োজন।
×