ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ই-কমার্সকে আরও ৫ বছর করমুক্ত রাখার দাবি

প্রকাশিত: ১১:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ই-কমার্সকে আরও ৫ বছর করমুক্ত রাখার দাবি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালার গেজেট ভারতীয় উপমহাদেশের ভেতর বাংলাদেশেই সর্বপ্রথম পাস হয়েছে বলে জানিয়েছেন শমী কায়সার। তিনি বলেছেন, ভারতের মতো দেশেও ডিজিটাল কমার্সের কোন নীতিমালার গেজেট হয় না, সরকারের দক্ষতার কারণেই আমাদের দেশে সুন্দর একটি নীতিমালা প্রণয়ন হয়েছে। এই নীতিমালার মাধ্যমে দেশের ই-কমার্স আরও অনেক দূর সামনে এগিয়ে যাবে। সোমবার রাজধানীর প্রেসক্লাবে ডিজিটাল কমার্স গেজেট এবং আসন্ন জাতীয় বাজেটে ডিজিটাল সম্পর্কিত প্রস্তাবনা আলোচনা অনুষ্ঠানে ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার বলেছেন, ই-কমার্স নীতিমালা ২০১৮ দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষাকবজ হিসেবে কাজ করবে। গেজেটে বাংলাদেশী কোম্পানি ও অনুরূপ বিদেশী কোম্পানি সমতাভিত্তিক মালিকানা ব্যবস্থায় বিদেশী বিনিয়োগের নির্দেশনা রয়েছে, এই কারণে দেশের ই-কমার্স খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ই-কমার্সের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল সরকারের কাছে আহ্বান জানিয়ে বলছেন, ই-কমার্স ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আরও ৫ বছর করের আওতামুক্ত রাখলে অনেক নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। তাই অতীতের মতো ভবিষ্যতেও ট্যাক্স ভ্যাটের বেড়াজালে বন্দী করবেন না। আয়কর প্রদানের ক্ষেত্রে ন্যূনতম শূন্য দশমিক এক শতাংশ করার প্রস্তাব করেছে সরকারের কাছে। ই-কমার্সের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেছেন, ২০২১ সালের ভেতর ১ লাখ ব্যবসায়ীকে প্রশিক্ষণ দিতে এবং আগামী ২ মাসে দেশের ৮ বিভাগে এই খাতের ক্যাম্পেইন করতে আমরা কাজ করছি। আমরা সকল ব্যবসাকে এই খাতে অন্তর্ভুক্ত করতে চাই। সামনের ২ বছরের ভেতর দিনে ১ লাখ পণ্য ই-কমার্সের মাধ্যমে ডেলিভারি হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে এসব ডেলিভারি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে মাসব্যাপী তাঁতবস্ত্র ও ক্ষুদ্র শিল্পমেলা শুরু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট স্বাধীনতা পার্ক সংলগ্ন মাঠে শুরু হয়েছে মাসব্যাপী তাঁতবস্ত্র ও ক্ষুদ্র শিল্পমেলা। এতে অংশ নিয়েছে চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকার প্রতিষ্ঠানগুলো। সোমবার এই মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য আমাদেরকে বেশি বেশি করে দেশীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে।
×