ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাস করলেই অর্থ

প্রকাশিত: ১১:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বাস করলেই অর্থ

ইতালির লোকানা শহরে বসবাস করলে সেখানকার মেয়র দশ হাজার মার্কিন ডলার দেবেন। শহরটি পাহাড়ে ঘেরা ছবির মতো সুন্দর। আধুনিক জীবন যাপনের সব ব্যবস্থা রয়েছে। উত্তর ইতালির পিডমন্টের এই ছোট শহরটির জনসংখ্যা এখন মাত্র এক হাজার পাঁচ শ’। বিংশ শতাব্দীর শেষ দিকে এর জনসংখ্যা ছিল সাত হাজার। মেয়র এই অর্থ প্রতিটি পরিবারকে তিন বছর ধরে দেবেন –পিপল ড্রোনের অভিনব ব্যবহার জাপান ও প্রযুক্তি সমার্থক। এবার সেই প্রযুক্তিকে ব্যবহার করেই কর্মীদের অতিরিক্ত সময় কাজ করার প্রবণতা ঠেকানোর চেষ্টা শুরু হয়েছে। বিভিন্ন কোম্পনি ড্রোন ব্যবহার করে তাদের কর্মীদের কাজ শেষে বাড়ি যাবার কথা মনে করিয়ে দিচ্ছে। এর মাধ্যমে বেশি সময় ধরে অফিস করার প্রবণতা কমানোর চেষ্টা করা হবে। অতিরিক্ত সময় কাজ করা থেকে বিরত রাখতে পার্লামেন্টে নতুন বিল পাস হয়েছে। বিলে মাসে ১০০ ঘণ্টার বেশি কাজ না করার কথা বলা হয়েছে -ওয়েবসাইট
×