ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গমের ব্লাস্ট রোগ নিয়ে গবেষণায় আশার আলো

প্রকাশিত: ১১:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

গমের ব্লাস্ট রোগ নিয়ে গবেষণায় আশার আলো

বাকৃবি সংবাদদাতা ॥ বর্তমান সময়ে গমের সবচেয়ে মারাত্মক রোগ ব্লাস্ট। ব্লাস্ট রোগের আক্রমণের ফলে গত কয়েক বছরে লাখ লাখ হেক্টর জমির গম নষ্ট হয়েছে। আলোচিত এই মহামারী রোগ নিয়ে গবেষণায় আলোর সঞ্চার হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) যৌথ গবেষণায় ব্লাস্ট রোগ প্রতিরোধী গমের জাত উন্নয়নের দ্বারপ্রান্তে। সোমবার দুপুর ১২ টার দিকে বিনা আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান গবেষক দলের প্রধান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ বাহাদুর মিঞা। ড. মোঃ বাহাদুর মিঞা বলেন, আমরা রেডিয়েশনের মাধ্যমে গমের ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। আমরা বেশ কয়েকটি লাইন পেয়েছি যেগুলো খুবই প্রমিজিং। বিভিন্নভাবে লাইনগুলোতে ব্লাস্টের জন্য দায়ী ছত্রাক দিয়ে সুস্থ গমগাছ সংক্রমিত করে ফলন এবং অন্যান্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আশাবাদ প্রকাশ করেন, আগামী কিছু দিনের মধ্যে গমের ব্লাস্ট প্রতিরোধী জাত উন্নয়ন করা সম্ভব হবে। এতে মহামারী এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে এবং দেশের গম উৎপাদনও বৃদ্ধি পাবে। গবেষক দলের অন্য সদস্যরা হচ্ছেন বিনার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোঃ আবুল কাসেম ও বায়োটেকনোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইমতিয়াজ উদ্দিন। এছাড়া দুজন পিএইচডি ও দশজন এমএস শিক্ষার্থী গবেষণা করছেন।
×