ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে মিনারেল ওয়াটারের নামে নোংরা পানি

প্রকাশিত: ১১:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

চাঁপাইয়ে মিনারেল ওয়াটারের নামে নোংরা পানি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ড্রিংকিং ওয়াটার বা মিনারেল ওয়াটার বিক্রির নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরসহ পাঁচ উপজেলায় প্রতারণা শুরু করেছে এক শ্রেণীর ব্যবসায়ী। তারা যত্রতত্র একটা ডিপ টিউবওয়েল বসিয়ে জরাজীর্ণ জারে অথবা ফুড কোড নেই এমন রঙিন জারে ভরে বাজারজাত করে আসছে। এদের নেই কোন অনুমোদন বিএসটিআই থেকে। লাইসেন্স গ্রহণ ব্যতীত মিনারেল ওয়াটার বিতরণ করা নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। এমনটি এরা বিজ্ঞাপন দিয়েও এইসব পানি বিক্রি করছে। তারা যে সব স্থান থেকে এই পানি সরবরাহ করছে তার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। একইসঙ্গে লাইসেন্স প্রাপ্ত কারখানাসমূহ ডেলিভারি ভ্যানে লাইসেন্সের সত্যায়িত কপি বহন বাধ্যতামূলক হলেও তা করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ শহরের একাধিক স্থান থেকে এইসব পানি সরবরাহ করা হচ্ছে। অস্বচ্ছ বা রঙিন জারে সরবরাহকৃত ওয়াটার ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার কথা বলা হলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভোক্তা সাধারণকে পানি সরবরাহ করে চলেছে। উপজেলা পর্যায়ে এই অবস্থা আরও করুণ ও হৃদয় বিদারক। নাম ঠিকানা লেবেলবিহীন নোংরা জরাজীর্ণ জারে অবাধে বিক্রি ও সরবরাহ করছে এই পানি। এমন স্থানে ডিপ বসিয়েছে যে পরিবেশ বলতে কিছুই নেই।
×