ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে জোহা দিবস ও শিক্ষক দিবস পালন

প্রকাশিত: ১১:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

রাবিতে জোহা দিবস ও শিক্ষক দিবস পালন

রাবি সংবাদদাতা ॥ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. জোহা দিবস ও শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টা বিশ্ববিদ্যালয় প্রশাসন ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাবি উপাচার্য এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দকুমার সাহা, চৌধুরী মোঃ জাকারিয়াসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়। পরে বিভিন্ন বিভাগ, হল প্রশাসন, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করে। এরপর সকাল ১০টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। এতে বক্তৃতা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক শ্যামল চক্রবর্তী। তিনি বলেন, যে সকল গুণাবলীর জন্য একজন পাঠদাতা প্রকৃত শিক্ষকের মর্যাদা লাভ করেন, ড. শামসুজ্জোহা নিঃসন্দেহে সেই স্থান অর্জন করেছেন।
×