ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অজ্ঞাত রোগে কয়েক শ’ মুরগির মৃত্যু

প্রকাশিত: ১১:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

অজ্ঞাত রোগে কয়েক শ’ মুরগির মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রানা প্লাজার ট্রাজেডিতে গুরুতর আহত হয়ে কর্তৃপক্ষের সাহায্যের টাকায় নিজ বাড়িতে মুরগির ফার্ম করেছিলেন রমজান আলী হাওলাদার। গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের ওই মুরগির ফার্মে গত দুদিনে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে প্রায় চার শতাধিক মুরগি মারা গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন রমজান আলী। জানা গেছে, সাহায্যের টাকায় ২০১৪ সালে নিজ বাড়িতে মুরগির ফার্ম করেন। গত একমাস পূর্বে তিনি তার খামারে দুহাজার সোনালি জাতের মুরগি তুলেছেন। রবিবার সকালে তিনি দেখতে পান তার খামারের শতাধিক মুরগি মারা গেছে। সেই থেকে গত দুদিনে প্রায় চার শতাধিক মুরগি মারা যায়। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ভ্যাকসিন দিয়েও কোন সুফল মেলেনি। গাইবান্ধায় চার জামায়াত নেতাকর্মীর পদত্যাগ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আখ্যায়িত করে গাইবান্ধার ৪ নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলার গিদারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার সদস্য আলিম উদ্দিন ও ৭নং ওয়ার্ড শাখার সভাপতি রফিকুল ইসলাম বাদল পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখন স্বেচ্ছায় পদত্যাগ করে সোমবার থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেন। তারা আপাতত আর কোন রাজনৈতিক দলে যোগ দেবেন না বলে উল্লেখ করেন।
×