ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা

প্রকাশিত: ১১:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ ফেব্রুয়ারি ॥ ‘প্লাস্টিক দূষণমুক্ত নাটোর গড়ি’ এই স্লোগান নিয়ে প্লাস্টিক দূষণ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে নাটোরে শোভাযাত্রা, মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন প্লাস্টিক ইনিশিয়েটিভ নেটওয়ার্কের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে নাটোর ব্লাড ডোনার গ্রুপ, নাটোর বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য দেন, সংগঠনের নাটোর টিমের সভাপতি মার্জিয়া মনসুর আর্শি, সহ-প্রতিষ্ঠাতা আবু সালেহ, নাটোর টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অন্যরা। পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু ম-ল, অধ্যক্ষ রবীন্দ্র নাথ চক্রবর্তী, অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুন, অধ্যক্ষ প্রফেসর মোঃ আফতাব হোসেন। বার্ষিক ক্রীড়ায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
×