ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে রক্তপাত ছাড়া নির্বাচন চান ভোটাররা

প্রকাশিত: ১১:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জে রক্তপাত ছাড়া নির্বাচন চান ভোটাররা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলার ছয়টি উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে উত্তাপ-উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে। চেয়ারম্যান পদের প্রার্থীরা নৌকা প্রতীক পাওয়ার আশায় কেন্দ্রে লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। ছয়টি উপজেলায় জেলা আওয়ামী লীগ কাউন্সিল করে তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী সিলেকশন করে কেন্দ্রে প্রস্তাবনা পাঠিয়েছেন। তবে, কেউ কেউ জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে একতরফা ও অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। গত ২০১৪ সালের উপজেলা নির্বাচনে শ্রীনগর উপজেলা বাদে জেলার অপর পাঁচটি উপজেলায় ভোট কারচুপির মাধ্যমে জয়ী হয়ে প্রার্থীরা চেয়ারে বসেন বলে অভিযোগ রয়েছে। আগামী নির্বাচনে জেলার ছয়টি উপজেলায়ই নৌকার সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা করছেন ভোটাররা। গত উপজেলা নির্বাচনে শ্রীনগর উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদেই বিএনপির প্রার্থীরা জয় পায়। তবে এবার খুন ও রক্তপাতহীন নির্বাচন চান উপজেলার ভোটাররা। আগামী নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ওই নির্বাচনের মতো এবারও কি প্রাণ দিতে হবে কাউকে? নাকি এবার এলাকাবাসী একটি সুষ্ঠু-সুন্দর রক্তপাতহীন নির্বাচন পাবে? এমনই প্রশ্ন আর শঙ্কায় এখন স্থানীয় আওয়ামী লীগ আরেকটি উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে কোন তোড়জোড় নেই। গত মাসে জেলা আওয়ামী লীগ জেলার ছয়টি উপজেলায় চেয়ারম্যান ও দুইটি ভাইস চেয়ারম্যান পদে প্রায় ১২৬ জনের কাছে মনোনয়ন ফরম বিক্রি করেন। মুন্সীগঞ্জ সদর উপজেলা ॥ এই উপজেলায় চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে প্রথম হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিছ। একই পদে প্রার্থী হিসেবে রয়েছেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল। আছেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনছুর আহামেদ কালাম। এছাড়াও বালুদস্যু ও বিতর্কিত আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে প্রথম হওয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রয়েছেন। এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম মাওলা তপনসহ বেশ কয়েকজন প্রার্থী তালিকায় রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে প্রথম হওয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার শিল্পী, এ্যাডভোকেট সালমা ও বর্তমান ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার নাজমা রয়েছেন। গজারিয়া উপজেলা ॥ এই উপজেলায় তৃণমূলের ভোটে প্রথম হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। এ ছাড়াও প্রার্থী তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা, ইমামপুর ইউপি চেয়ারম্যান মনছুর আহম্মেদ জিন্নাহ। ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী তালিকায় রয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা আতাউর রহমান খোকন নেকি, আসিফ চৌধুরী অরেঞ্জ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আশাদুজ্জামান আশাদ। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন জেলা জাসাসের সাবেক সহসভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সুরাইয়া বেগম, যুগ্ম আহ্বায়ক আঁখি আক্তার। টঙ্গীবাড়ি উপজেলা ॥ এই উপজেলায় পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ এনে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জগলুল হালদার ভুতু জেলা আওয়ামী লীগের কাউন্সিল বয়কট করেন। এতে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের নাম এককভাবে জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মহিউদ্দিন কেন্দ্রে পাঠান। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান জগলুল হালদার ভুতুসহ তিনজনের নাম প্রস্তাব করে আরেকটি চিঠি পাঠান কেন্দ্রে। এসব ঘটনায় চেয়ারম্যান প্রার্থী জগলুল হালদার ভুতু কেন্দ্রে একটি লিখিত অভিযোগও করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোটে প্রথম হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রাহাত রুবেল খান তৃণমূলের ভোটে প্রথম হয়েছেন। এছাড়াও প্রার্থী তালিকায় আছেন আতিকুর রহমান শিল্পী। লৌহজং উপজেলা ॥ এই উপজেলায় চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোঃ ওসমান গণি তালুকদার। এছাড়াও প্রার্থী তালিকায় আছেন বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আবুল বাসার। ভাইস চেয়ারম্যান পদে আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিপু ফকির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন রিনা ইসলাম, শাহানা নাসরিন, ডালিয়া আক্তার। শ্রীনগর উপজেলা ॥ শ্রীনগর উপজেলায় চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে প্রথম হয়েছেন জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন। এছাড়াও কাছাকাছি ভোট পেয়ে প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় যুবলীগ উপ-কমিটির সহসম্পাদক জাকির হোসেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। ভাইস চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে এগিয়ে আছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু। এছাড়াও প্রার্থী তালিকায় আছেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আলমগীর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রেহেনা বেগম, সহসভাপতি আছিয়া আক্তার রুমু, সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলা পারভীন রানুসহ আরও কয়েকজন। সিরাজদিখান উপজেলা ॥ এখানে তৃণমূলের ভোটে প্রথম হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন আহাম্মেদ। এছাড়াও প্রার্থী তালিকায় রয়েছেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মঈনুল হাসান নাহিদ। নাহিদ কাউন্সিলে তৃণমূলের ভোটে প্রথম হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেব আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন।
×