ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বাসের চাপায় তিন বাইক আরোহী নিহত

প্রকাশিত: ১১:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

নওগাঁয় বাসের চাপায় তিন বাইক আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ ফেব্রুয়ারি ॥ সোমবার দুপুরে মান্দায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এরা হলেন, মান্দা উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (৩৫), বারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও রামনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মসলেম উদ্দিন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি গরুহাটি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাস অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। ঘটনায় বিআরটিসি বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে (৫৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। জানা গেছে, নিহতরা নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাটে গরু কেনার উদ্দেশে একটি মোটরসাইকেলে দেলুয়াবাড়ি গরুহাটি মোড় হয়ে মহাসড়কের উঠছিল। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসি বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকার সঙ্গে মোটরসাইকেল আটকে গিয়ে ঘটনাস্থলেই সেলিম নিহত হন। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম ও মসলেম উদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তাদের মৃত্যু ঘটে। নাটোরে বাইক আরোহী সংবাদদাতা লালপুর থেকে জানান, নাটোরের লালপুরে ট্রাক চাপায় ফয়েজুর (৪৩) নামের এক মোটরসাইকেল অরোহী নিহত ও একজন আহত হয়েছে। সোমবার দুপুর ৩ টার দিকে উপজেলার লালপুর-বাঘা সড়কের অমৃতপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, বেলা ৩টার দিকে আনোয়ার হোসেন ও ফয়েজুর রহমান (৪৩) একটি মোটরসাইকেলে করে লালপুর থেকে বাঘায় যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ফয়েজুর রহমান ঘটনাস্থলেই মারা যায় এবং চালক আনোয়ার হোসেন মারাত্মকভাবে আহত হয়। পাবনায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, বেপরোয়া বালুর ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী কাজেম প্রামাণিক নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা মোড়ে। নিহত কাজেম প্রামাণিক কাঁচামালের ব্যবসা করতেন। তিনি সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের আবু বকর প্রামাণিকের ছেলে। আহত রিপন একই ইউনিয়নের গাজির তেমাথা মোড় এলাকার আজিজ খন্দকারের ছেলে। নিহতের শ্যালক আসাদুল্লাহ জানান, কাজেম প্রামাণিক সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটভিলা থেকে টমেটো কিনে ভ্যানগাড়িতে দুবলিয়া বাজারের দিকে রওনা হন। তিনি মালিফা মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি বেপরোয়া বালুর ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় একটি কাভার্ডভ্যান একটি মোটর সাইকেলকে চাপা দিলে জামিলুর রহমান রাজু (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত জামিলুর রহমান রাজু বন্দরের মদনপুরের চাপাতলী এলাকার মৃত কেরামত আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা পৌঁনে ৬টায়। পটুয়াখালীতে বাস মালিক নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। এ সময় বাসে থাকা ২৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় শিশু, নারী ও শিক্ষার্থীসহ ২২ জনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহতরা জানায়, বাসটি সকাল সাড়ে ৭টায় অর্ধশত যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে এবং পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পল্লী বিদ্যুত অফিসের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ¦বর্তী খাদে উল্টে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাস মালিক আনন্দ মারা যায় এবং শিশু, নারী স্কুল শিক্ষার্থীসহ ২৫ জন আহত হয়।
×