ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ১৫

প্রকাশিত: ১১:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

না’গঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর নলুয়াপাড়ার বাপ্পি চত্বর এলাকায় আধিপত্য বিস্তার ও মসজিদের কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ও সাবেক কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সভাপতি কামরুল হাসান মুন্নার সমর্থকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পুলিশ বর্তমান কাউন্সিলর কবির হোসেন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ ২২ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় সোমবার সকালে উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। গ্রেফতারদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান। স্থানীয়রা জানায়, রবিবার রাতে দক্ষিণ নলুয়া জামে মসজিদের নতুন কমিটি গঠন ও মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে এশার নাজাজের পর মসজিদ কমিটির লোকজন মিটিংয়ে বসে। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর কবির হোসেনের ভাগিনা আল আমিন টিপু মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তুললে স্থানীয় মুরব্বি সাদেক হোসেনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নার লোকজন টিপুকে মারধর করে। এ ঘটনায় আল আমিন টিপু নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেন। গভীর রাতে বিষয়টি তদন্ত করতে সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ খবর পেয়ে কামরুল হাসান মুন্নার নেতৃত্বে লোকজন গিয়ে টিপুর বাড়িতে হামলা চালায়।
×