ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু নিহত ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১১:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু নিহত ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আছাবুর বাহিনীর এক দস্যু (২৬) নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। এ সময় চারটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার গভীররাতে সুন্দরবনের সোনাইমুখী খাল সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহতের মরদেহ, অস্ত্র ও গুলি দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, কোস্টগার্ড নলিয়ান আউট পোস্টের একটি দল সোনাইমুখী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি ছুড়লে দস্যুরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে আছাবুর বাহিনীর অজ্ঞাতপরিচয় এক দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×