ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস নওফেলের

প্রকাশিত: ১১:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস নওফেলের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার সকালে তিনি অগ্নিদুর্গত এলাকা দেখতে যান। এ সময় তিনি ঘটনার পেছনে কোন ঘটনা থাকলে তা খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, এ ঘটনাকে অনেকে নাশকতা বলে অভিযোগ এনেছেন। যেহেতু অভিযোগ এসেছে সেহেতু পেছনের ঘটনা খতিয়ে দেখতে হবে। জেলা প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অগ্নিকা-ের কারণ অনুসন্ধানে সব কিছু বেরিয়ে আসবে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলছিল। এরই প্রেক্ষিতে এমন ঘটনা কিনা তা তদন্ত করে দেখতে হবে। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের বক্তব্য এবং অভিযোগ শোনেন। জবাবে বলেন, প্রকৃত সত্য না জেনে কোন মন্তব্য করা যাবে না। যেহেতু অভিযোগ এসেছে সেহেতু অবশ্যই তদন্তের মাধ্যমে বের করা হবে এ ঘটনার পেছনে কেউ জড়িত কিনা। প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে চাক্তাইয়ের রাজাখালীর কর্ণফুলীর তীরসংলগ্ন ভেড়া মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুই শতাধিক বস্তিঘর। আগুন নেভানোর পর সেখান থেকে ৮টি দগ্ধ দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জীবন্ত দগ্ধরা তিনটি পরিবারের সদস্য। বরিশালে তিন মাদকসেবীর কারাদণ্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ র‌্যাবের অভিযানে আটককৃত তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদ- দেয়া হয়েছে। সোমবার সকালে দণ্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এর পূর্বে রবিবার রাতে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্র্যামমাণ আদালতের বিচারক খালেদা নাছরিন তিন মাদকসেবীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেন। গৌরনদী উপজেলার কটকস্থল গ্রাম থেকে রবিবার রাতে র‌্যাব-৮ এর অভিযানে ইয়াবা ও নগদ সাড়ে আট হাজার টাকাসহ আটকের পর দণ্ডপ্রাপ্তরা হলো- কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের আজিজুল ইসলাম, একই উপজেলার চরবিবাগদী গ্রামের রিয়াজ সরদার ও উজিরপুরের ওটরা গ্রামের সজিব হাওলাদার।
×