ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত: ১১:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

মেডিক্যাল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সকল ক্লিনিকের আউট হাউস মেডিক্যাল বর্জ্য পরিবেশসম্মত ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনে সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক খোন্দকার আনিসুর রহমান স্মারকে স্বাক্ষর করেন। সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও নগর বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ অন্য কাউন্সিলরবৃন্দ। ভুয়া প্রশ্নপত্র বিক্রির সঙ্গে জড়িত যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারি ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটস এ্যাপের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণার সঙ্গে জড়িত শাওন ম-লকে (১৯) সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শাওন ম-ল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ গ্রামের আবদুস সামাদের ছেলে। র‌্যাব-১৩ জানায়, গ্রেফতার শাওন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এসএসসি পরীক্ষা ২০১৯-এর ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্য এ্যাডমিন হিসেবে শাওন দায়িত্ব পালন এবং বিভিন্ন লোকজনকে প্রতারণার উদ্দেশে প্রলুব্ধ করত।
×