ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

প্রকাশিত: ১১:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

গাইবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারি ॥ নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থাহীনতা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন জেলা বিএনপির সদস্য শিল্পী বেগম। সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, বিগত ২০১৪ সালের নির্বাচনে শিল্পী বেগম কলস প্রতীক নিয়ে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সম্মানজনক ভোট নিয়ে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবারও তিনি নির্বাচনে অংশ নেয়ার জন্য ব্যাপক প্রচারণা শুরু করেন। কিন্তু প্রতি ১০ ভোটারের মধ্যে ৭ ভোটারই তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন। তদুপরি বিএনপিসহ বিরোধী দলগুলো উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করায় তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পটিয়ায় ছাত্রীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৮ ফেব্রুয়ারি ॥ পটিয়া সরকারী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী উপমা দাশ (২২) আত্মহত্যা করেছে। সে উপজেলার ধলঘাট ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ৪নং ওয়ার্ডের অরুন দাশের কন্যা। সোমবার সকাল ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ।
×