ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পিঠা উৎসব

প্রকাশিত: ১১:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

পিঠা উৎসব

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ ফেব্রুয়ারি ॥ ঋতুরাজ বসন্ত ১৪২৫-এর আগমন উপলক্ষে ভোলায় বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভোলা সরকারী কলেজের বকুল তলায় এবং ছায়াবীথি প্রাঙ্গণে ভোলা সরকারী কলেজ এসব অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়ার সভাপতিত্বে পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, ভোলা সরকারী শেখ ফজিলাতুননেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, প্রফেসর মোহাম্মদ হোসেন মিলু , সরকারী শেখ ফজিলাতুননেছা মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিন প্রমুখ। কেরামত আলী পাইলট স্কুলের ৫০ বছর পূর্তি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাট আট্রাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আনন্দ র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণ গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে আনন্দ উৎসব করেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আনোয়ারা বেগম প্রমুখ।
×