ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিডিডিএফএ বরিশাল বিভাগের ফুটবলার বাছাই

প্রকাশিত: ১২:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বিডিডিএফএ বরিশাল বিভাগের ফুটবলার বাছাই

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসেসিয়েশন (বিডিডিএফএ) আয়োজিত ও সাইফ পাওয়ার ব্যাটারির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য প্রস্তাবিত শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বরিশাল বিভাগের ফুটবলার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। বরিশালের ছয় জেলা থেকে আগত মোট ৬০ খেলোয়াড় থেকে ৩০ জনকে বাছাই করা হবে। বাছাই কার্যক্রমের ভেন্যু বরগুনা স্টেডিয়াম। আজ দুপুরে বাছাই প্রক্রিয়া উদ্বোধন ও ফুটবলারদের ইয়েস কার্ড প্রদান করেন বিডিডিএফএ মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন। বাছাই করা খেলোয়াড়রা পরবর্তীতে মাসব্যাপী প্রশিক্ষণের পর আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বরিশাল বিভাগকে প্রতিনিধিত্ব করবে। বরগুনা স্টেডিয়ামে সোমবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বরগুনা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সাইফ পাওয়ারের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ‘দেশের ফুটবলের স্বার্থে সাইফ পাওয়ার যেভাবে এগিয়ে এসেছে বিগত সময়ে কাউকে এভাবে দেখা যায়নি। বাফুফে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট চালু করার প্রতিশ্রুতি দিলেও কোন টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি। সাইফ পাওয়ারের এই উদ্যোগের মাধ্যমে দেশে ফুটবলের নতুন প্রাণের সঞ্চার হবে।’ বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল বলেন, ‘ফুটবলের উন্নয়নে সব সময় পাশে থাকবে বরগুনা জেলার সাংবাদিকরা। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসেসিয়েশনের কার্যক্রমকে অভিনন্দন জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসেসিয়েশনের সমন্বয়কারী আহমেদ সাইদ আল ফাতাহ বলেন, ‘গত বছর নবেম্বরে শুরু হয় বাছাই কার্যক্রম। জাতীয় দলকে সহযোগিতা করা এই বাছাইয়ের উদ্দেশ। এরপর এপ্রিলে হবে টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের সেরা ৫০ ফুটবলারকে হাই পারফর্মেন্স ট্রেনিংয়ের আওতায় আনা হবে। প্রতি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে।’
×