ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটে সর্বাধিক ২ কোটি ২১ লাখ টাকা ব্যয় শেখ জামালের, পছন্দের খেলোয়াড় নিয়ে ঘর গুছিয়েছে ১২ দল

শক্তিশালী দল গড়েছে আবাহনী, শেখ জামাল ও গাজী

প্রকাশিত: ১২:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

শক্তিশালী দল গড়েছে আবাহনী, শেখ জামাল ও গাজী

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) খেলছেন না সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তামিম ইকবালের মতো তারকারা। তবে মাশরাফি বিন মর্তুজা ও মাহমদুুল্লাহ রিয়াদ খেলবেন এবারও। আগেই মাশরাফিকে সর্বাধিক ৩৫ লাখ টাকা পারিশ্রমিকে ধরে রেখেছিল চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আর মাহমুদুল্লাহ সোমবার প্লেয়ার্স ড্রাফটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও নিয়েছে ৩৫ লাখ টাকায়। এ দু’জনই এবার ডিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন। এ দুটি ক্লাব এবার শক্তিশালী দল গড়েছে। ক্যাটাগরি ভাগ করে পারিশ্রমিক বেঁধে দেয়া হলেও সর্বাধিক ২ কোটি ২১ লাখ টাকা ব্যয় করেছে শেখ জামাল। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্সও শক্ত দল গড়েছে। সোমবার রাজধানীর এক হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স ড্রাফটে ছিলেন ২৩৩ ক্রিকেটার। আর আগেভাগেই ৩ জন করে ধরে রেখেছিল ১০টি দল। আর নবাগত হিসেবে এবার প্রিমিয়ার লীগে আসা বিকেএসপি ও উত্তরা স্পোর্টিং ক্লাব সুযোগ পেয়েছিল আগেভাগে নিজেদের পছন্দসই ক্রিকেটার নেয়ার। সবমিলিয়ে এবার প্রিমিয়ার লীগের ১২ ক্লাবে মোট ৩৬ ক্রিকেটারের আগেভাগেই ঠিকানা নিশ্চিত হয়ে যায়। এরপরও সোমবার দল গড়তে চার ক্লাবের ব্যয় হয়েছে ২ কোটি টাকার বেশি করে। সবচেয়ে বেশি খরচ শেখ জামাল ধানম-ি ক্লাবের। সর্বোচ্চ ১৭ ক্রিকেটারের পেছনে তাদের ব্যয় ২ কোটি ২১ লাখ টাকা। কেবল রিয়াদকেই দিতে হবে ৩৫ লাখ টাকা। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ১০ ক্রিকেটার কিনতেই খরচ করেছে ২ কোটি ৯ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে ধরে রাখতেই তাদের গুনতে হয়েছে ৩৫ লাখ টাকা। সেজন্যই পছন্দমতো ক্রিকেটার নিয়ে বেশ শক্তিশালী দল গড়তে পেরেছে ক্লাব দুটি। এছাড়া বিগ বাজেটের দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। তাদের খরচও ছাড়িয়েছে ২ কোটি। ১৫ ক্রিকেটার কিনতে মোহামেডান ব্যয় করেছে ২ কোটি ১২ লাখ। তাদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা দিতে হচ্ছে লিটন কুমার দাসকে। প্রাইম ব্যাংকের সবচেয়ে দামী ক্রিকেটার এনামুল হক বিজয়। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে দিতে হবে ২৬ লাখ টাকা। ১৫ ক্রিকেটার কিনতে তাদের খরচ করতে হচ্ছে ২ কোটি ১৮ লাখ টাকা। লিজেন্ডস অব রূপগঞ্জ ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার (১৪ ক্রিকেটার), প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১ কোটি ৭৯ লাখ পঞ্চাশ হাজার (১২ ক্রিকেটার), গাজী গ্রুপ ক্রিকেটার্স ১ কোটি ৮৬ লাখ (১৩ ক্রিকেটার), শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১ কোটি ৪১ লাখ ৫০ হাজার (১১ ক্রিকেটার), ব্রাদার্স ইউনিয়ন ১ কোটি ১১ লাখ (১০ ক্রিকেটার) টাকা খরচ করছে শুধু দেশী ক্রিকেটার কিনতে। সবচেয়ে কম টাকায় দল গড়েছে আট বছর পর প্রিমিয়ার লীগে ওঠা বিকেএসপি। তারা নিজেদের প্রতিষ্ঠানের অধিকাংশ ক্রিকেটার নিয়ে দল বানিয়েছে বলেই খরচটা কম হয়েছে। ১১ ক্রিকেটারের পেছনে তাদের ব্যয় করতে হচ্ছে মাত্র ৩৮ লাখ ৫০ হাজার টাকা। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ১০ ক্রিকেটার কিনতে ৭০ লাখ ৫০ হাজার খরচ করেছে। নবাগত দল উত্তরা স্পোর্টিং ক্লাব সমান ক্রিকেটার কিনতে ব্যয় করছে ৮৭ লাখ ৫০ হাজার টাকা। উল্লেখ্য, এবার ডিপিএলের মূল লড়াইয়ের আগে বহুল প্রতীক্ষিত টি২০ আসর মাঠে গড়াবে। সেখানে শুধু দেশী ক্রিকেটারদের নিয়ে প্রিমিয়ার লীগের ১২ দল খেলবে। তা ২৫ ফেব্রুয়ারি শুরু হলেও ওয়ানডে লীগ শুরু হওয়ার কথা রয়েছে ৮ মার্চ। ওয়ানডে সংস্করণে একজন করে বিদেশী খেলাতে পারবে প্রতিটি ক্লাব। উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য প্রধান কোচ স্টিভ রোডস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিশ্রাম চেয়ে নিয়েছেন নিউজিল্যান্ড সিরিজ শেষে। আর ইনজুরিতে আছেন সাকিব, তাসকিন। তাই এ দু’জন ছাড়াও অনেক তারকাই এবার খেলবেন না ডিপিএল যার মধ্যে অন্যতম মুশফিক ও তামিম। মোট ছয় পর্বে অনুষ্ঠিত ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে দলগুলো যেমন দাঁড়িয়েছে তা নিচে দেয়া হলোÑ আবাহনী ॥ মাশরাফি বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, দেলোয়ার হোসেন ও টিপু সুলতান। শেখ জামাল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার। রূপগঞ্জ ॥ মুমিনুল হক, জাকির আলি, মোহাম্মদ শহীদ, শাহরিয়ার নাফীস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিষ রায়, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান। প্রাইম দোলেশ্বর ॥ তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মোহাম্মদ সৈকত আলি, মোহাম্মদ মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহী, মোহাম্মদ জসিমউদ্দিন, আরাফাত সানি জুনিয়র, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি। খেলাঘর ॥ রবিউল হক, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম। গাজী গ্রুপ ॥ রনি তালুকদার, শামসুর রহমান শুভ, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদী হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদী হাসান, আবু হায়দার রনি। মোহামেডান ॥ আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, রকিবুল হাসান, কাজী অনিক ইসলাম, ইরফান শুক্কুর। প্রাইম ব্যাংক ॥ এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন। শাইনপুকুর ॥ সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়। ব্রাদার্স ইউনিয়ন ॥ ফজলে রাব্বি, মোহাম্মদ শরিফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী। উত্তরা স্পোর্টিং ॥ তানজিদ হাসান, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ুন, মোহাইমিনুল খান, নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম। বিকেএসপি ॥ মাহমুদুল হাসান জয়, মুকিদুল হাসান জয়, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান, আব্দুল কাইয়ুম, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, শামীম হোসেন, আকবর আলী, পারভেজ হোসেন।
×