ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যানইউর বিপক্ষে ফেরা হচ্ছে না নেইমারের

প্রকাশিত: ১২:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ম্যানইউর বিপক্ষে ফেরা হচ্ছে না নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাতক ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি পিএসজি তারকা নেইমার। এরপরও রেড ডেভিলসদের ২-০ গোলে হারিয়েছে প্যারিসের পরাশক্তিরা। তবে প্যারিসে দ্বিতীয় লেগে নেইমারকে পেতে আশাবাদী ছিল পিএসজি। কিন্তু সেটা হবে না এটা এক প্রকার নিশ্চিত। কেননা নেইমারের বাবা সিনিয়র নেইমার জানিয়েছেন, আগামী এপ্রিলের আগে মাঠে নামার কোন সুযোগ নেই ব্রাজিলিয়ান তারকার। আগামী ৬ মার্চ দ্বিতীয় লেগে ইউনাইটেডকে আথিথেয়তা দেবে পিএসজি। গত ২৩ জানুয়ারি স্ট্রাসবার্গে কোপা ডি ফ্রেঞ্চ এর ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। ওই ম্যাচে তার দল পিএসজি ২-০ গোলে জয় পেলেও মাঠের বাইরে চলে গেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২৭ বছর বয়সী নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তার বাবা। তিনি বলেন, এখনও ইনজুরিতে আছে নেইমার। অবস্থা বেশ জটিল। যা ফুটবলপ্রেমী ও নেইমারের ভক্তদেরও বিপাকে ফেলেছে। বিষয়টি কম করে হলেও ১০ সপ্তাহের। তাই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে তার মাঠে নামা অসম্ভব বিষয়। তবে নেইমারকে ছাড়াই পিএসজি চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলার সামর্থ্য রাখে বলে মনে করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।
×