ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘উন্নয়ন ধারা’র উদ্যোগে কবি আসাদ চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ১২:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

‘উন্নয়ন ধারা’র উদ্যোগে কবি আসাদ চৌধুরীকে সংবর্ধনা

সংস্কৃতি ডেস্ক ॥ অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংগঠন ‘উন্নয়ন ধারা’র সদস্য কবি ও লেখকদের নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর ধানম-ির সানরাইজ প্লাজার টাইম স্কয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বনামধন্য কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর জন্মদিন উপলক্ষে উন্নয়ন ধারা’র পক্ষ থেকে তাকে সংবর্ধনা ক্রেস্ট, উত্তরীয় প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা রাজু সরকার, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, ফ্যামিলি প্লানিং স্পেশালিস্ট মাহবুবুল আলম বাবুল, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের প্রভাষক রাজদৌল্লা রাফি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের দফতর সম্পাদক নাসির উদ্দিন ও ঘাসফুল প্রকাশনের প্রকাশক সাঈদ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন ধারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। উপস্থিত ছিলেন ‘উন্নয়ন ধারা’র প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, দফতর সম্পাদক শাহিদুল ইসলাম মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শামীম, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক শাওন আহমেদ, সদস্য কবি শামীম ফাতেমা মুন্নীসহ আরও অনেকে। অনুষ্ঠানে অতিথিরা আতাউর রহমান মিটনের প্রবন্ধ সংকলন ‘নিন্দুকের দৃষ্টিপাত’ চতুর্থ খ-, সোহেল খানের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নির্বাসনে চাঁদ’, সেলিনা আক্তারে তৃতীয় কাব্যগ্রন্থ ‘মেঘপাখি’, ফাতেমা খাতুন রুনার কাব্যগ্রন্থ ‘মৃত্যুর সাথে বসবাস’, সরমিন হক বীথির শিশুতোষ কাব্যগ্রন্থ ‘পরীর মেলায় বৃন্ত’, মোহনা সেতুর উপন্যাস ‘ঐশি’, জাকারিয়া জাহাঙ্গীরের ‘ভুল পাওয়ারের চশমা’, মাহফুজের ‘নেক্রপলিশ’, সাইয়েদা আক্তার কবিরানীর কাব্যগ্রন্থ ‘কবিরানী’, মিজানুর রহমান বর্ণের ‘নিঃশব্দ ভাবনা’ এবং গাজী মজিবুর রহমান মিন্টুর ‘অতঃপর ট্যুর শেষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।
×