ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রন্থমেলায় এইচ আর অনিকের ‘দ্বৈত মানব’

প্রকাশিত: ১২:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

গ্রন্থমেলায় এইচ আর অনিকের ‘দ্বৈত মানব’

সংস্কৃতি ডেস্ক ॥ একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে এইচ আর অনিকের নাটকের বই ‘দ্বৈত মানব’। এটি তার প্রথম নাটকের বই। য়ারোয়া বুক কর্নার ৩৮৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে বইটি মেলায় বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন নাটকের দলের সদস্যরা বইটি ক্রয় করছেন। নাটকের বই হলেও সাধারণ পাঠকরাও নাট্যকারের উপস্থিতিতে অটোগ্রাফসহ বইটি সংগ্রহ করছেন। উল্লেখ্য, চন্দ্রকলা থিয়েটার ‘দ্বৈত মানব’ নাটকটি মঞ্চায়ন করেছেন দেশে এবং ভারতে। অনিক বলেন, আমাদের দেশে মৌলিক নাটকের বেশ অভাব আছে। এক সময় মৌলিক নাটক ছিল প্রচুর। বর্তমান সময়ে তার অভাব অনুভব করছি। সেই অভাব, তাড়না এবং বিজ্ঞজনদের অনুপ্রেরণায় ‘দ্বৈত মানব’ নাটকটি লিখেছি। আমি আশা করি নাটকের বইটি পাঠকদের এবং নাট্যশিল্পীদের মনের খোরাক জোগাবে।
×