ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেজা ফারুকের গল্পগ্রন্থ ‘বজরায় তিন পরী’

প্রকাশিত: ১২:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

রেজা ফারুকের গল্পগ্রন্থ ‘বজরায় তিন পরী’

সংস্কৃতি ডেস্ক ॥ একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে কবি রেজা ফারুকের গল্পগ্রন্থ ‘বজরায় তিন পরী’। স্বরচিহ্ন প্রকাশনী থেকে বইটি প্রকাশ হয়েছে। গ্রন্থের প্রচ্ছদ করেছেন সাঈদ আহমেদ। জীবনভিত্তিক প্রেমের পাঁচটি গল্প নিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি। জীবন যেখানে যেমন এবং মানব জীবনে প্রেমকে উপজীব্য করেই গল্পগুলো লেখা। লেখকের মতে পাঁচটি গল্প থেকে ভিন্ন রস আস্বাদন করতে পারবে। চমৎকার লেখার বুননে বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা মাত্র। বইমেলায় ৪২৮ নং বাংলা প্রকাশ এবং বাংলাদেশ রাইটার্স গিল্ডের ২৮৯ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
×