ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে তিন নারীকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

প্রকাশিত: ১৪:০০, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জে তিন নারীকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে তিন নারীকে যৌনকর্মী আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতনের ঘটনায় সোমবার বিকেলে পুলিশ মামলা নিয়েছে। সোমবার মানবাধিকার কমিশনের তিন সদস্য নারায়ণগঞ্জে ঘটনাস্থলে এসে এর সত্যতা পান। পরে বন্দর থানা পুলিশ বাধ্য হয়ে মামলা নেয়। সোমবার রাত ৮টায় এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউসুফ মেম্বারকে গ্রেফতার করা হয়েছে বলে বন্দর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান। বন্দর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতিত ফাতেমা বেগম বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে সোমবার বিকেলে মামলা দায়ের করেছে। ওসি রাত সোয়া ৯টায় আরও জানান, এ ঘটনার প্রধান আসামি ইউসুফ মেম্বারকে বন্দর উপজেলার কলাবাগ এলাকা থেকে সোমবার রাত ৮টায় গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গত ১৬ ফেব্রæয়ারি শনিবার বিকেলে উপজেলার কলাবাগ এলাকায় ফাতেমা আক্তার, আসমা বেগম ও বানু বেগমকে যৌনকর্মী আখ্যা দিয়ে প্রায় দুই ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রেখে লোহার রড ও লাঠি দিয়ে পেটায়। এ সময় তিন নারীর চুল কেটে দেয়া হয় এবং এক পর্যায়ে তাদের গায়ের কাপড় খুলে নেয়ারও চেষ্টা করা হয়। এ সময় ফাতেমার বাড়িতে লুটপাট ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া যায়।
×