ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজের নির্দেশে মুক্ত হচ্ছেন ২১০০ পাকিস্তানি বন্দি

প্রকাশিত: ২৩:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সৌদি যুবরাজের নির্দেশে মুক্ত হচ্ছেন ২১০০ পাকিস্তানি বন্দি

অনলাইন ডেস্ক ॥ সৌদি কারাগারে বন্দি দুই হাজার ১শ’র বেশি পাকিস্তানিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাকিস্তান সফরকালে তিনি এ নির্দেশ দেন। সে দেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি এক টুইটার বার্তায় যুবরাজের বন্দি-মুক্তির নির্দেশ সম্পর্কে নিশ্চিত করেন। রবিবার দক্ষিণ এশিয়া সফরের শুরুতে যুবরাজ সালমান বিন মোহাম্মদ পাকিস্তানে পৌঁছেছেন। স্বাক্ষর করেন ২০ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি। রাতে প্রধানমন্ত্রী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানি শ্রমিকদের বিষয়টি নিয়ে যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানের কথা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে জেলে আটক হয়ে আছে হাজার হাজার পাকিস্তানি। এদের বেশিরভাগই গরিব শ্রমিক। টুইটার বার্তায় পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধেই সৌদি যুবরাজ ২ হাজার ১০৭ জন পাকিস্তানি বন্দিকে অবিলম্বেমুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
×