ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাটমোহরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশিত: ০০:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

চাটমোহরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ চাটমোহর উপজেলায় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি মাদক ব্যবসায়ী মো. আবদুল্লাহ ওরফে জাহিদ গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ অস্ত্র আইনে ১২ মামলা রয়েছে। মো. আবদুল্লাহ পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে। সোমবার রাত ২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মিশনগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) এসএএম ফজল-ই খুদা পলাশ জানান, সন্ধ্যায় উপজেলার আনকুটিয়া তাহেরের মোড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবদুল্লাহকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাবগত রাত ২টার দিকে মিশনগেট এলাকায় মাদক উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আবদুল্লাহর সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোলাগুলির একপর্যায়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও আবদুল্লাহ ওরফে জাহিদ বাম পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চাটমোহর থানার দুই পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান ও শহিদুল ইসলাম আহত হন। গুরুতর আহত মাদক ব্যবসায়ীকে পাবনা জেনারেল হাসপাতালে এবং দুই পুলিশ সদস্যকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসপি আরও জানান, এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আটক আবদুল্লাহ ওরফে জাহিদ পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রাম থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ অস্ত্র আইনে ১২ মামলা রয়েছে।
×